নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু,ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ এ্যাপোলো, আরো উপস্থিত ছিলেন সাধারণ সাম্পাদক কামরুজ্জামান সুনাম।
সম্মেলনে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করা হয়। উক্ত কমিটির নতুন গঠন মুলক নামের তালিকা ঘোষণা করা হয়নি । কমিটির কার্যকারী সদস্য যারা হবে পরে তারা জানাবেন ।